নন্দীগ্রামে রবীন্দ্র পরিষদ ও চলো পাল্টাই এর যৌথ উদ্যোগে চন্ডীপুর হাঁসচড়া এম ডি হাইস্কুলের অডিটোরিয়াম হলে রক্তদান শিবির হয়। রক্তদান শিবিরে প্রায় প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করে।উভয় সংস্থার পক্ষ থেকে রক্তদাতাদের হাতে চ…
নন্দীগ্রামে রবীন্দ্র পরিষদ ও চলো পাল্টাই এর যৌথ উদ্যোগে চন্ডীপুর হাঁসচড়া এম ডি হাইস্কুলের অডিটোরিয়াম হলে রক্তদান শিবির হয়। রক্তদান শিবিরে প্রায় প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করে।উভয় সংস্থার পক্ষ থেকে রক্তদাতাদের হাতে চারাগাছ দেওয়া হয়।জেলা জুড়ে থ্যালাসেমিয়া রোগীদের ও করোনাভাইরাস এ সংক্রামক , প্রতিহত করতে এবং লক ডাউনে মুমূর্ষু রোগীদের রক্তের জোগান দিতে এই আয়োজন বলে জানায় উদ্যোক্তাদের পক্ষে অরুণাংশু প্রধান। ভিডিও দেখতে ক্লিক করুন।
No comments