করোনা পজিটিভ পাওয়ার পর সোমবার দমকল দিয়ে জীবাণুমুক্ত করা হল তেঁতুলিয়া ষডরং হাইস্কুলের কোয়ারেন্টাইন সেন্টার৷এই মুহূর্তে তেঁতুলিয়া ষডরং হাইস্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি রয়েছেন ২৬ জন৷ দমকল সূত্রে খবর, তেঁতুলিয়া ষডরং হাইস্কুলে…
করোনা পজিটিভ পাওয়ার পর সোমবার দমকল দিয়ে জীবাণুমুক্ত করা হল তেঁতুলিয়া ষডরং হাইস্কুলের কোয়ারেন্টাইন সেন্টার৷এই মুহূর্তে তেঁতুলিয়া ষডরং হাইস্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি রয়েছেন ২৬ জন৷ দমকল সূত্রে খবর, তেঁতুলিয়া ষডরং হাইস্কুলের কোয়ারেন্টাইন সেন্টারে দমকলের মাধ্যমে জীবাণুনাশক ছড়ানো হচ্ছে৷ প্রত্যেকটি ঘরে স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে৷ ধাপে ধাপে এই কাজ শেষ করা হবে৷
No comments