পূর্বমেদিনীপুর জেলার পটাশপুর থানার মংলামাড়তে এক গৃহবধূর শরীরে কেরোসিন তেল ছিটিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল গৃহবধূর শশুর বাড়ীর লোকজনের বিরুদ্ধে।পটাশপুর থানায় অভিযোগ করে মৃতার দাদা রাজা ঘোড়াই।
তিনি জানান বোন রঞ্জিতার বিয়ে দিয়েছিল…
পূর্বমেদিনীপুর জেলার পটাশপুর থানার মংলামাড়তে এক গৃহবধূর শরীরে কেরোসিন তেল ছিটিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল গৃহবধূর শশুর বাড়ীর লোকজনের বিরুদ্ধে।পটাশপুর থানায় অভিযোগ করে মৃতার দাদা রাজা ঘোড়াই।
তিনি জানান বোন রঞ্জিতার বিয়ে দিয়েছিলাম মংলামাড়ো গ্রামের সঞ্জয় আড়ির ছেলে মলয় আড়ির সাথে গত ৭ বছর আগে।বোন রঞ্জিতার দুটি মেয়ে আছে। একটি ৪ বছরের আর একটি ২ বছরের। কিন্তু বুধবার বিকালে বোনের শশুর ও দেওর মিলে বোনের সাথে ঝগড়াঝাটি করে গায়ে কেরোসিন তেল গায়ে ছিটিয়ে আগুন লাগিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়।জামাই মলয় তখন বাজারে ছিল।জামাইর বন্ধু খবর দেয়।তখন জামাই আসে বাড়িতে।কিন্তু আমরা গিয়ে দেখি বোন মাটিতে পড়ে আছে কেউ হাসপাতালে নিয়ে যায় নি।আমরা গিয়ে এগরা সুপার স্পেসিলিটি হসপিটালে নিয়ে বোন রঞ্জিতাকে ভর্তি করার সময় বোন নিজে থেকে বলে শশুর ও দেওর গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় আমার শরীরে।আজ বোন সকালে মারা যায়। দাদা রাজা ঘোড়াই জানান বোন রঞ্জিতাকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার জন্য পটাশপুর থানায় বোন রঞ্জিতার শশুর সহ ৬ জনের নামে অভিযোগ দায়ের করেছি।
No comments