Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে উদ্ধার হলো একটি বাঘরোল

পূর্ব মেদিনীপুর জেলার
কোলাঘাটের নগুরিয়া গ্রামে গত কয়েকদিন ধরে বাঘের আতঙ্ক ছড়িয়ে ছিল। বনদফতর খাঁচায় ফাঁদ পাতে। গতকাল রাত ১১-৩0মি নাগাদ সেই
ফাঁদে খাঁচাবন্দী হয়। একটি মেছো বিড়াল বা বাঘরোল।বনদপ্তর তরফে জানা যাচ্ছে, ওই রাতেই বন্দি প…


পূর্ব মেদিনীপুর জেলার
কোলাঘাটের নগুরিয়া গ্রামে গত কয়েকদিন ধরে বাঘের আতঙ্ক ছড়িয়ে ছিল। বনদফতর খাঁচায় ফাঁদ পাতে। গতকাল রাত ১১-৩0মি নাগাদ সেই
ফাঁদে খাঁচাবন্দী হয়। একটি মেছো বিড়াল বা বাঘরোল।বনদপ্তর তরফে জানা যাচ্ছে, ওই রাতেই বন্দি প্রানীটি কে কিছু অতি উৎসাহী মানুষ খঞ্চি দিয়ে নির্মমভাবে খোঁচাখুঁচি করে রক্তাক্ত করছে। নাক দিয়ে রক্ত পড়ছে। সকালে উৎসাহী জনতা প্রকাশ‍্যে খাঁচা স্পর্শ করে বহু মানুষের সমাগমে চিৎকারে মানসিক ও শারীরিক ভাবে প্রানিটি ক্রমশঃ নিস্তেজ হয়ে আসছে।তবে বনদপ্তর তরফে ওই বাঘরোলটি উদ্ধারের পর বনদপ্তরের কর্মীরা জানান -"সাধারন মানুষ এর ওপর প্রচুর পরিমাণে অত‍্যাচার করেছেন।প্রথমে এর চিকিৎসা  করা হবে।পরবর্তী সময়ে এর অবস্থার উন্নতি হলে ব‍্যবস্থা নেওয়া হবে।

No comments