পুলিশ প্রশাসনের উপরে ভরসা না রেখে মদ বিক্রি বন্ধ করতে প্রতিবাদে রাস্তায় নামল প্রমীলা বাহিনী। শুক্রবার সন্ধ্যায় ব্যানার-পোস্টার হাতে নিয়ে মদ বিক্রির প্রতিবাদে ভগবানপুর ১ ব্লকের গুড়গ্ৰাম ৩নং অঞ্চলের গোপীনাথপুর গ্রামের মহিলারা …
পুলিশ প্রশাসনের উপরে ভরসা না রেখে মদ বিক্রি বন্ধ করতে প্রতিবাদে রাস্তায় নামল প্রমীলা বাহিনী। শুক্রবার সন্ধ্যায় ব্যানার-পোস্টার হাতে নিয়ে মদ বিক্রির প্রতিবাদে ভগবানপুর ১ ব্লকের গুড়গ্ৰাম ৩নং অঞ্চলের গোপীনাথপুর গ্রামের মহিলারা রাস্তায় মিছিল করেন।
শুধু তাই নয়,এদিন মহিলার একজোট হয়ে গ্রামে যাদের বিরুদ্ধে মদ বিক্রি অভিযোগ রয়েছে তাদের দোকানে দোকানে গিয়ে তাদেরকে মদ বিক্রি করতে বারণ করেন।পাশাপাশি এদিন মহিলা হুমকি দিয়ে আসে যদি এবার বিক্রি হয় তা হলে দোকান ভাঙচুর করে যাবে মহিলারাই।
এদিন বিক্ষোভকারী মহিলারা জানান, এলাকায় রমরমিয়ে চলছে মদের কারবার। মদ বিক্রির প্রতিবাদ করলে উল্টে মহিলাদেরকেই মারধরের হুমকি দেওয়া হয়। দিন আনা দিন খাওয়া পরিবারে নিত্যদিন মদ খাওয়া নিয়ে অশান্তি লেগেই রয়েছে। তাই বাধ্য হয়েই এবার এলাকার মহিলারা এক হয়ে পথে নেমে মদ বিক্রেতাদের বিরুদ্ধে মিছিল করেন। তাছাড়া আগামী দিনে এলাকায় মদের কারবার বন্ধ না হলে আবার মহিলারাই এলাকার সমস্ত মদের ঠেকে হানা দিয়ে ঠেকগুলিকে ভেঙে দেবেন বলে হুমকি দেন এলাকার মহিলারা।
No comments