Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা সংক্রমণের মধ্যে আশার আলো বড়মা হাসপাতাল

পূর্ব মেদিনীপুর। ৬ জন করোনা রুগী বড়মা  করোনা হাসপাতাল থেকে বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।কয়েক দিন আগে ৫৫ জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল।আজ আরো ৬ জন সুস্থতার খবরে ফের হাসি ফুটেছে হাসপাতালের  চিকিৎসক ও স্বাস্থ্যকর…


পূর্ব মেদিনীপুর। ৬ জন করোনা রুগী বড়মা  করোনা হাসপাতাল থেকে বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।কয়েক দিন আগে ৫৫ জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল।আজ আরো ৬ জন সুস্থতার খবরে ফের হাসি ফুটেছে হাসপাতালের  চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মুখে।জানা গিয়েছে,এই ৬ জনের মধ‍্যে   তমলুক -১,ভগবানপুর -২পটাশপুর-১,পাঁশকুড়া -১,মহিষাদল-১।আজ এই ৬ জন করোনা রুগীর সুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান হাসপাতালের অবজারভার আবজল আলী শা।তিনি পরিদর্শন করেন গোটা হাসপাতাল চত্তর।রুগীদের সাথে কথা বলেন।তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে চান।এবং ওই ৬ জন সুস্থ  করোনা রুগীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।তাঁর এই মহতী কাজে রুগীরা ও হাসপাতালের স্টাফরা অত‍্যন্ত খুশী হন।হাসপাতালের সুপারভাইজার কিশোর মাদুলী জানান- "করোনা হাসপাতালে থেকে রুগীদের সাথে মিলেমিশে খুব ভালো লাগছে।আনন্দিত হয়েছি আস্তে আস্তে আমাদের বড়মা হাসপাতাল থেকে সব রুগীই সুস্থ হয়ে উঠছেন।এবং আমাদের M.D. আবজল বাবুর এইভাবে রুগীদের সংবর্ধনা দেখে খুব ভালো লেগেছে।"

No comments