Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষ! জেলাশাসক দপ্তরে ডেপুটেশন

প্রতি জেলা শাসক তমলুক, পূর্ব মেদিনীপুর

    বিষয়- পূর্ব মেদিনীপুর জেলায় ব্লকভিত্তিক ঔষধ তথ্য কেন্দ্র খোলার প্রেক্ষিতে আবেদন

মাননীয় মহাশয়,
      গোটা বিশ্বে যে ভয়াবহ সংক্রমণ  ছড়াচ্ছে, বাংলা তথা পূর্ব মেদিনীপুর তার ব্যতিত নয়…




প্রতি জেলা শাসক তমলুক, পূর্ব মেদিনীপুর

    বিষয়- পূর্ব মেদিনীপুর জেলায় ব্লকভিত্তিক ঔষধ তথ্য কেন্দ্র খোলার প্রেক্ষিতে আবেদন

মাননীয় মহাশয়,
      গোটা বিশ্বে যে ভয়াবহ সংক্রমণ  ছড়াচ্ছে, বাংলা তথা পূর্ব মেদিনীপুর তার ব্যতিত নয়, পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষের অনুরোধ, পশ্চিমবঙ্গ সরকার ও জেলার স্বাস্থ্য আধিকারিকদের কাছে।


 বাংলার  রেজিষ্টার ফার্মাসিস্ট মাধ্যমে সাধারণ মানুষের স্বার্থে পূর্ব মেদিনীপুর জেলায় ঔষধ তথ্য কেন্দ্র(Drug Information Centre) খোলার জন্য অনুরোধ করছি।
          আমাদের লক্ষ্য একটাই,যে‌ কোন পরিস্থিতিতে সাধারণ মানুষ যেন ফার্মাসিউটিক্যাল পরিষেবা অর্থাৎ কাউন্সেলিং, ওষুধের মাত্রা (Dose), বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সহ আনুসাঙ্গিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হয়।
মহামারি COVID-19 এ  অনেক সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন ওষুধের মাত্রা, জেনেরিক নাম না জানার জন্য ওষুধের আকাল প্রভৃতি সমস্যায়।


             পশ্চিমবাংলায় ড্রাগ ইনফরমেশন সেন্টার খুললে  এক ফোনে এই সমস্ত সমস্যা সাধারণ মানুষের কাছে জলের মতো সহজ হয়ে যাবে।
    আমরা আশা করি পশ্চিমবাংলা অন্যান্য রাজ্যের মতো এই পথে চলা শুরু করবে এবং সফল হবে। কাউন্সিল এবং স্বাস্থ্য দপ্তরকে অনুরোধ আপনারা সাধারণ মানুষের স্বার্থে বাংলা পক্ষ এই প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করুন।
সাধারণ মানুষের স্বার্থে পশ্চিমবাংলার ১০ কোটি মানুষের স্বার্থে বাংলা পক্ষ ‌যেকোনো বড়রকম পদক্ষেপ নিতে সাবলীল এবং সক্ষম।
  ‌       
                                                     ধন্যবাদান্তে
                                  পূর্ব মেদিনীপুর বাংলা পক্ষ 

No comments