নিজস্ব সংবাদদাতা ঃ ----- জমি সংকান্ত বিবাদের জেরে সুপারি কিলার হাতে খুন হলেন প্রতিবেশী এক ব্যাক্তি।ভগবানপুর থানার পশ্চিম সরবেড়িয়া গ্রামের মৃত সেক শাজাহান মহম্মদ (৫৫)।জানাগিয়েছে গ্রামের বাসিন্দা সেক শাহাজান মহম্মদ ও প্রতিবেশ…
নিজস্ব সংবাদদাতা ঃ ----- জমি সংকান্ত বিবাদের জেরে সুপারি কিলার হাতে খুন হলেন প্রতিবেশী এক ব্যাক্তি।ভগবানপুর থানার পশ্চিম সরবেড়িয়া গ্রামের মৃত সেক শাজাহান মহম্মদ (৫৫)।জানাগিয়েছে গ্রামের বাসিন্দা সেক শাহাজান মহম্মদ ও প্রতিবেশী সঙ্গে জমি সংকান্ত বিবাদ ছিল দীর্ঘদিনের। সোমবার সকালের জায়গা বেড়া দেওয়ারকে কেন্দ্র করে প্রতিবেশী সঙ্গে সেক শাহাহানের বচসা শুরু হয়ে যায়। অভিযুক্ত পরিবারের বাইরে থেকে লোক নিয়ে এসে মাটিয়ে ফেলে শাজাহানকে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ভগবানপুর থানার বিশাল পুলিশবাহিনী।
ব্যাক্তির অবস্থায় অবনতি সোমবার বিকালে সেক শাজাহানকে তমলুক জেলা হাসপাতালে স্থান্তরিত করেন। সেখানে আবার অবস্থায় অবনতি হলে চিকিৎসক কোলকাতার স্থান্তরিত করেন চিকিৎসক। মঙ্গলবার সকালে কোলকাতার হাসপাতালের সেক শাজাহান মহম্মদ মৃত্যু হয়। এদিন বিকালে মৃত ব্যাক্তি স্ত্রী ভগবানপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার অভিযুক্ত ও পরিবারের লোকেরা এলাকায় ছাড়া রয়েছে।
No comments