ফের করোনার আতঙ্ক এবার রামনগর ২ ব্লকের ঘোলগ্রামে।জানা গিয়েছে,রামনগর থানার ঘোলগ্রামে দিল্লির থেকে এক ব্যাক্তি এখানে আসে পরিবারের কাছে।এখানে আসার পরই সে অসুস্থ হয় গত ৩০ মে।এরপর ওই ব্যক্তির লালারস পরীক্ষা জন্য কলকাতায় পাঠানো হলে তার…
ফের করোনার আতঙ্ক এবার রামনগর ২ ব্লকের ঘোলগ্রামে।জানা গিয়েছে,রামনগর থানার ঘোলগ্রামে দিল্লির থেকে এক ব্যাক্তি এখানে আসে পরিবারের কাছে।এখানে আসার পরই সে অসুস্থ হয় গত ৩০ মে।এরপর ওই ব্যক্তির লালারস পরীক্ষা জন্য কলকাতায় পাঠানো হলে তার রিপোর্ট পজেটিভ আসে।তখনই ব্লক প্রশাসন আবারো এলাকার দোকান বাজার বন্ধের নির্দেশ দেন।এই ঘটনার পর সোমবার ওই এলাকার ব্যবসায়ীরা দীঘা-কলকাতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
No comments