পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সমুদ্র সৈকত থেকে উদ্ধার হল একটি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সকালে দীঘা সি বিচের কাছে ভেসে আসে এই জ্যান্ত আহত কচ্ছপটি।প্রথমে সেটা দেখতে পান মৎস্যজীবিরা।এরপর দীঘা থানা…
পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সমুদ্র সৈকত থেকে উদ্ধার হল একটি বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন সকালে দীঘা সি বিচের কাছে ভেসে আসে এই জ্যান্ত আহত কচ্ছপটি।প্রথমে সেটা দেখতে পান মৎস্যজীবিরা।এরপর দীঘা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বন দফতরে খবর দেয়।তারপর বন দফতরের কর্মীরা ওই আহত কচ্ছপটিকে উদ্ধার করে শঙ্করপুর বিট হাউসে নিয়ে যায়।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে,এই কচ্ছপটির ওজন প্রায় ১০ কেজি।কচ্ছপটির একটি পা নেই।তাছাড়া তাকে এই মুহূর্তে শঙ্করপুর বিট হাউসে রাখা হয়েছে।পরবর্তী সময়ে তার চিকিৎসা করার পর তাকে সমুদ্রের ছেড়ে দেওয়া হবে।
No comments