Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরে একইদিনে করোনা পজিটিভ ধরা পরল ৮

পূর্ব মেদিনীপুরে নতুন করে করোনা প্রজেটিভ আট জন।এই আট জনকে আগামীকাল  ভোরে বড়মা করোনা হাসপাতালে ভর্তি করা হয়।কলকাতা থেকে লালা টেস্ট করার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।এই আট জন   সংক্রমণের মধ‍্যে 2 জন হলদিয়া,2 জন তমলুক,2 জন কাঁথি ও 1…



পূর্ব মেদিনীপুরে নতুন করে করোনা প্রজেটিভ আট জন।এই আট জনকে আগামীকাল  ভোরে বড়মা করোনা হাসপাতালে ভর্তি করা হয়।কলকাতা থেকে লালা টেস্ট করার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।এই আট জন   সংক্রমণের মধ‍্যে 2 জন হলদিয়া,2 জন তমলুক,2 জন কাঁথি ও 1 জন ভবানীপুরের বাসিন্দা এই করোনা পজেটিভ রিপোর্ট আসার পর গোটা এলাকায় থমথমে ভাব রয়েছে।এবং পূর্ব মেদিনীপুরে এই জন আক্রান্তের খবর পেয়ে চিন্তিত গোটা পূর্ব মেদিনীপুর।বর্তমানে বড়মা হাসপাতালে 50 জন করোনা পজেটিভ রুগী রয়েছে।এবং এরই মধ‍্যে আশার দেখছে পশ্চিম মেদিনীপুর।পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক করোনা রুগী হওয়ার খবর পেয়ে কিছুটা শস্তির নিঃশ্বাস পেয়েছে পশ্চিম মেদিনীপুর।আজ ওই রুগীকে বড়মা করোনা হাসপাতাল থেকে বিকেলে ছেড়ে দেত্তয়া হয় বলে হাসপাতাল কতৃপক্ষের তরফে খবর পাওয়া গেছে।

No comments