দীর্ঘদিন লকডাউন এরপর ধীরে ধীরে যানবাহন চালু হচ্ছে। আর রাজ্যের পরিবহণমন্ত্রীর বিধানসভা এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ কে বুড়ো আঙুল দেখিয়ে বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে নন্দীগ্রামের রেয়াপাড়া এলাকায় মারুতি ও টেম্পোর মুখোমুখি সংঘর…
দীর্ঘদিন লকডাউন এরপর ধীরে ধীরে যানবাহন চালু হচ্ছে। আর রাজ্যের পরিবহণমন্ত্রীর বিধানসভা এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ কে বুড়ো আঙুল দেখিয়ে বেপরোয়া গাড়ি চালাতে গিয়ে নন্দীগ্রামের রেয়াপাড়া এলাকায় মারুতি ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে আহত হন চার জন।
পতক্ষ্য দর্শীদের মতে এদিন দুপুর নাগাদ নন্দীগ্রামের দিকথেকে আসা একটি মারুতি ও অপরদিক থেকে আসা মুরগীর খাওয়ার বোঝাই একটি টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, তাতে গুরুতর আহত আহত হয় ৪ জন, স্থানীয় লোকজনেরা উদ্ধার করে রেয়াপাড়া গ্রামীন হাসপাতালে পাঠায়, এদের মধ্যে টেম্পোর হেলপারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অনত্র জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/CDxJ8E6eKEU
No comments