Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সিপিআইএম হেঁড়িয়া এরিয়া কমিটির উদ্যোগে রক্তদান শিবির

সিপিঅাইএম হেঁরিয়া এরিয়া কমিটির উদ্যোগে অাজকে হেঁরিয়া বাজারে সুকুমার সেনগুপ্ত স্মৃতিভবন প্রাঙ্গণে প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা দিবসের ( ২১ শে জুন, ১৯৭৭)স্মরণে গর্বের ৩৪ বছরের সুশাসনের ইতিহাস কে জনমনে জাগরুক করতে রক্তদান ও অাল…




 সিপিঅাইএম হেঁরিয়া এরিয়া কমিটির উদ্যোগে অাজকে হেঁরিয়া বাজারে সুকুমার সেনগুপ্ত স্মৃতিভবন প্রাঙ্গণে প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা দিবসের ( ২১ শে জুন, ১৯৭৭)স্মরণে গর্বের ৩৪ বছরের সুশাসনের ইতিহাস কে জনমনে জাগরুক করতে রক্তদান ও অালোচনা সভা অায়োজিত হয়। সভাপতিত্ব করেন সিপিঅাইএম নেতা যাদবেন্দ্র সাহু। রক্তদান শিবিরের উদ্বোধন করেন সিপিঅাইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। অলোচনা সভায় বক্তব্য রাখেন সিঅাইটিইউ রাজ্য সম্পাদক অনাদি সাহু, রাজ্য সভাপতি দীপক দাশগুপ্ত ,সিপিঅাইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, হিমাংশু দাস,নির্মল জানা, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী বিমল চক্রবর্তী, সুব্রত পণ্ডা, মামুদ হোসেন, পরিতোষ পট্টনায়ক, ভরত মাইতি, কাঞ্চন মুখার্জি, মৃন্ময় মাইতি, অতুল্য সুন্দর উকিল প্রমুখ নেতৃবৃন্দ। পরে সিঅাইটিইউ নেতৃত্ব ভগবানপুর -২ ব্লকের বরোজ অঞ্চলের অামফান দুর্যোগে নিহত কিঙ্কর দলাইর সহধর্মিণী কানন দলাইর হাতে নগদ ১৫০০০ টাকার সাহায্য হিসাবে তুলে দেন সিঅাইটিইউ রাজ্য অনাদি সাহু। খেজুরী-২ ব্লকে র বারাতলা ও নন্দীগ্রাম-১ ব্লকের টেঙ্গুয়াতে কয়েকশত ম অামফান দুর্যোগ কবলিত মানুষজনকে খাদ্য সামগ্রী, ত্রিপল ও অনান্য ত্রাণ সামগ্রী তুলে দেন সিঅাইটিইউ রাজ্য ও জেলা নেতৃত্ব। সিপিঅাইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন তৃণমূল ও বিজেপির বিকল্প হল বামফ্রন্ট ও গনতান্ত্রিক -ধর্মনিরপেক্ষ জোট।তিনি ৩৪ বছরের গর্বের বামফ্রন্ট সরকারের সুশাসন ও গরীব-খেটেখাওয়া,শ্রমিকদের স্বার্থে সরকারের জনমুখী নীতির বিশদভাবে ব্যাখ্যা করেন।করলো পেটের ভাত কেড়ে নিয়েছে অার অামফান মাথার উপরে ছাদ কেড়ে নিয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতার বিপরীতে বামফ্রন্ট তথা সিপিঅাইএম কর্মী দের করোনা ও মফান মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সিপিঅাইএম নেতা হিমাংশু দাস। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন রক্তদান শিবিরে তমলুক ও কাঁথি ব্লাড ব্যাঙ্কের কর্মকর্তারা ১৭৬ জনের রক্ত সংগ্রহ করেন।

No comments