পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনা ।২১ জন করোনা রুগী বড়মা করোনা হাসপাতাল থেকে রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।কয়েক দিন আগে ৪৫ জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল।আজ আরো ২১জন সুস্থতার খবরে ফের হাসি …
পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনা ।২১ জন করোনা রুগী বড়মা করোনা হাসপাতাল থেকে রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।কয়েক দিন আগে ৪৫ জন করোনা রোগীকে সুস্থ করে নজির গড়ে এই হাসপাতাল।আজ আরো ২১জন সুস্থতার খবরে ফের হাসি ফুটেছে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মুখে।জানা গিয়েছে,এই ২১জনের মধ্যে ৫ জন এগরা, 2 জন পাঁশকুড়া, 2জন কোলাঘাট,১জন রামনগর ,2জন ডায়মন্ড হারবার,১জন শহীদ মাতঙ্গিনি,তমলুক ৪,মহিষাদল ১,হলদিয়া ৩,কন্টাই ১পটাশপুর ১ বাসিন্দা।আজ এই ২২ জন করোনা রুগীর সুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান হাসপাতালের অবজারভার আবজল আলী শা।তিনি পরিদর্শন করেন গোটা হাসপাতাল চত্তর।রুগীদের সাথে কথা বলেন।তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে চান।এবং ওই ২১ জন সুস্থ করোনা রুগীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান।তাঁর এই মহতী কাজে রুগীরা ও হাসপাতালের স্টাফরা অত্যন্ত খুশী হন।
No comments