আজকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার পুণ্যলগ্নে অন্যান্য বৎসরের মতো, এবছরও বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘের সার্বজনীন দুর্গা পূজোর
খুঁটি পূজো সম্পন্ন হলো।
খুঁটি পূজোর দিনে প্রায় জন দুস্থ মানুষজনের হাতে ত্রিপল তুলে দেওয়া …
খুঁটি পূজো সম্পন্ন হলো।
খুঁটি পূজোর দিনে প্রায় জন দুস্থ মানুষজনের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়।বিশেষত পূর্ব মেদিনীপুর জেলা তথ্য দপ্তর এর উদ্যোগে পরপর শারদ সম্মান প্রথম স্থান অধিকার করেছেন। বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ সার্বজনীন দুর্গা পূজা কমিটি।যদিও করোনাভাইরাস এবং আম্ফান ঝড়ের মানুষ বিধ্বস্ত। আগামী দিনে পুজো হবে কিনা সেটা নির্ভর করছে সরকারি নির্দেশ আমার উপর।
কিন্তু তাদের ধারাবাহিকতা আনুষ্ঠানিক রীতিনীতি মেনে আজকের খুঁটি পূজা হলো।এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার এসডএসডিপিও তন্ময় মুখার্জি উপস্থিত ছিলেন দুর্গাচক থানার ওসি বিপ্লব হালদার ,উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর নারায়ন প্রামানিক, ছিলেন কাউন্সিলার প্রশান্ত দাস, বিমল মাঝি, রিতা মিদ্যা দাস সহ ক্লাবের সমস্ত সদস্য ও কর্মকর্তা গন।
No comments