Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ গ্রেপ্তার ২

স্থানীয় সূত্রে খবর , ভুয়ো অর্থলগ্নিকারী সংস্থার মালিক এবং এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।  কুশধ্বজ সোসাইটি প্রাইভেট লিমিটেড ও জনশক্তি নামে দুটি সংস্থা তৈরি করে এলাকার মানুষের কাছে বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছিল। সংস্থার…



স্থানীয় সূত্রে খবর , ভুয়ো অর্থলগ্নিকারী সংস্থার মালিক এবং এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।  কুশধ্বজ সোসাইটি প্রাইভেট লিমিটেড ও জনশক্তি নামে দুটি সংস্থা তৈরি করে এলাকার মানুষের কাছে বেআইনিভাবে লক্ষ লক্ষ টাকা তোলা হচ্ছিল। সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল , ১৩৫০ টাকা করে জমা দিলে ৬ মাস পরে ২১ হাজার টাকা লোন পাওয়া যাবে। মাসে মাসে  হাজার টাকা করে দিলে চার বছর পরে পাওয়া যাবে মোটা টাকা। সাথে ছিল কর্মসংস্থানের প্রলোভনও। লোভনীয় ফাঁদে সহজেই পা দিতেন গ্রাহকেরা। এভাবেই লক্ষ লক্ষ টাকা বাজার থেকে তুলেছিল ওই দুটি সংস্থা।
মহিষাদলের কালিকাকুন্ডু বাসিন্দা বাবুলাল মাজি সংস্থাগুলির দ্বারা প্রতারিত হন। মহিষাদল থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তের পর পুলিশ জানতে পারে টাকা তোলার কোনো বৈধ কাগজপত্র ওই সংস্থা দুটির হাতে নেই।  পুলিশ সংস্থার মালিক শম্ভু ঘাঁটি এবং এজেন্ট আহমদ আলী মন্ডলকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর  শম্ভু ঘাটি এবং তার স্ত্রী অপূর্বা ঘাটি এই দুটি সংস্থা চালান। মানুষকে ভুল বুঝিয়ে বহু টাকা এই সংস্থা দুটির মাধ্যমে এতদিন ধরে তোলা হয়েছে। অভিযুক্ত অপূর্বা ঘাঁটি বর্তমানে পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত দুজনকে  হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

No comments