Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে চিনা দ্রব্য বয়কোট! ভারতীয় সেনাদের পরিকল্পিতভাবে হত্যা করার প্রতিবাদে বিক্ষোভ

নন্দীগ্রাম ১নং ব্লকের ভেকুটিয়া অঞ্চলে র শ্রীহরিমোড়ে ভারতীয় সেনাদের ওপর পরিকল্পিত হত্যার প্রতিবাদে ,
নিহতদের  সেনাদের প্রতি একমিট নিরবতা পালন করে ।
তারপরেই প্রতিবাদ কর্ম সূচি শুরু করে।
রাস্তায় ট্যায়ার জালিয়ে বিক্ষোভ দেখান …


 নন্দীগ্রাম ১নং ব্লকের ভেকুটিয়া অঞ্চলে র শ্রীহরিমোড়ে ভারতীয় সেনাদের ওপর পরিকল্পিত হত্যার প্রতিবাদে ,
নিহতদের  সেনাদের প্রতি একমিট নিরবতা পালন করে ।
তারপরেই প্রতিবাদ কর্ম সূচি শুরু করে।
রাস্তায় ট্যায়ার জালিয়ে বিক্ষোভ দেখান সাধারন মানুষ
এবং ঐ আগুনে পুড়ানো চিনা মোবাইল,টর্চলাইট, এছাড়াও কিছু চিনা পন্য ঐ জলন্ত আগুনে নিক্ষেপ করে  তিব্র প্রতিবাদ ও ধ্বিক্কার জানায়।
উপস্থিত ছিলেন স্থানীয় গ্রামবাসী
পরিমল দোলই, নারান দাস, আলপনা মন্ডল এরা সকলেই চিনের এই আগ্রাসন ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানায়।করোনা মহামারীর চীনের এই আগ্ৰাসনের পিছনে হাত আছে, এই বিক্ষোভ নিয়ে আভ্যন্তরীণ সমস্যা। সারা বিশ্ব যখন করোনা মহামারীর প্রকোপে বিপর্যস্ত তখন চীন সীমান্ত নিয়ে শুধু ভারতের সেনাদের ওপর এই পরিকল্পিত হত্যার সড়যন্ত্র করে।
করনা ভাইরাসের কারনে চিন যখন একঘরে, তখন অভিমূখ ঘুরিয়ে দিতেই চীনের এই নতুন কৌশল বলে মনে করছেন তারা।প্রশ্ন উঠছে চীনের দ্রব্য যদি ব্যবহার না করি তবে ওরা অর্থনৈতিক দিক থেকে দুর্বল হবে। এখানে পুঁজিবাদী চীন কৃত্রিম উপায়ে আমাদের নানা চাহিদা তৈরি করেছে। সেগুলো আমরা সহজে ছেড়ে দিতে পারি। এই মহামারী প্রমাণ করে খুব অল্পতেই আমরা বেঁচে থাকতে পারি।
চীনের প্রোডাক্ট ব্যবহার না করে স্থানীয় তৈরি জিনিস ব্যবহার করতে পারি। তাতে আমরা স্বনির্ভর অর্থনীতি নতুন ভারত গড়ে তুলতে পারি। সেই প্রসঙ্গে আরো বলেন একসময় হিটলার জার্মানিকে তোষণ করতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ডেকে এনেছিল। বাণিজ্যিক স্বার্থে চীনকে একইভাবে তোষণ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনা হবে। পথ একটাই বিশ্বজুড়ে চীনাদ্রব্য বয়কট করা।
তাই চীনকে জব্দ করতে আজকে নন্দীগ্রাম থানার অন্তর্গত ভেকুটিয়া অঞ্চলে শ্রীহরী মোড়ে এই তিব্র বিক্ষোভের মাধ্যমে সমস্তরে র মানুষের কাছে এই বর্তা পৌঁছে দিতে চাই, সকল কে চিনা পন্য বয়কট করার আহ্বান জানান।

No comments