Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বৃক্ষরোপণ

হলদিয়া সুতাহাটার জামালচক গ্ৰামে বৃক্ষরোপণ করা হয়।লাগানো হয় আকাশবাণী,মেহ গিনি,নিম,বকুল,ছাতিম সহ প্রভৃতি গাছ লাগায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সদস‍্যরা।এরা শুধু গাছ লাগায় না গাছ রক্ষনাবেক্ষণ ক…




হলদিয়া সুতাহাটার জামালচক গ্ৰামে বৃক্ষরোপণ করা হয়।লাগানো হয় আকাশবাণী,মেহ গিনি,নিম,বকুল,ছাতিম সহ প্রভৃতি গাছ লাগায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সদস‍্যরা।এরা শুধু গাছ লাগায় না গাছ রক্ষনাবেক্ষণ করেন।বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মণীন্দ্রনাথ গায়েন বলেন পরিবেশ কে সুস্থ রাখতে হলে আমাদের গাছ লাগাতে হবে। হলদিয়াকে দূষণ মুক্ত করতে ও সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের ফলে ধ্বংশ হয়ে যাওয়া সবুজ পুনরায় ফেরাতে আমাদের এই উদ‍্যোগ।

No comments