এদিন সকাল থেকে নন্দীগ্রাম১নং ব্লকের চৌরঙ্গী বাজারে করণায় বিপন্ন অসহায় মানুষদেরর পাশে দাঁড়ালেন নন্দীগ্রামের SUCI সংগঠন
নন্দীগ্রামের SUCI সংগঠনের পক্ষে মনোজ দাস বলেন সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এই এলাকার পাঁচটি জায়…
এদিন সকাল থেকে নন্দীগ্রাম১নং ব্লকের চৌরঙ্গী বাজারে করণায় বিপন্ন অসহায় মানুষদেরর পাশে দাঁড়ালেন নন্দীগ্রামের SUCI সংগঠন
নন্দীগ্রামের SUCI সংগঠনের পক্ষে মনোজ দাস বলেন সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এই এলাকার পাঁচটি জায়গা থেকে ধাপে ত্রান বিতরণ করা হয়।
এই এলাকার অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষগুলোর সংসার বর্তমানে খুব কঠিন অবস্থার সম্মুখীন, তাই এদের পাশে দাঁড়ানোটা বর্তমানে আমাদের প্রাথমিক কর্তব্য বলে মনে হয়েছে।
লকডাউনের জেরে ও করোনা আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ খেটে খাওয়া মানুষ। এর ফলে সমস্যায় পড়েছেন গরিব এবং দুস্থ মানুষেরা।
তাদের এই অসহায়তার কথা মাথায় রেখে আমাদের প্রচেষ্টা।
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ জন।
No comments