Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আগুনে পুড়ে ছাই তমলুকের একটি ক্লাব

তমলুক:পূর্ব মেদিনীপুরঃআগুনে পুড়ে বৃহস্পতিবার ভস্মীভূত হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার মানিক খুন্দি গ্রামের একটি ক্লাব।এলাকাবাসীদের অভিযোগ,যে কেউ বা কারা রাতের অন্ধকারে এই আগুন লাগিয়েছে।এই ঘটনার পর সকালে এলাকাবাসীরা ঘট…



তমলুক:পূর্ব মেদিনীপুরঃআগুনে পুড়ে বৃহস্পতিবার ভস্মীভূত হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার মানিক খুন্দি গ্রামের একটি ক্লাব।এলাকাবাসীদের অভিযোগ,যে কেউ বা কারা রাতের অন্ধকারে এই আগুন লাগিয়েছে।এই ঘটনার পর সকালে এলাকাবাসীরা ঘটনাটি দেখতে পেয়ে তমলুক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং এই ঘটনার পেছনে কে বা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে।এই ঘটনার পর ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ভিডিও দেখতে ক্লিক করুন,,h//youtu.be/3wUxBFgPQ3U

No comments