হলদিয়া টাউনশিপ ক্লাস্টার -21 IOCL রেসিডেন্সিয়াল কমপ্লেক্স- এর আবাসিকদের পক্ষ থেকে আম ফুন পরবর্তী পরিস্থিতিতে প্রায় 240 জন ঝড়ে বিধ্বস্ত পরিবারের মধ্যে নিত্য সামগ্রী তুলে দেয়া হয় হলদিয়া পৌরসভার অন্তর্গত Word No-16 , ভবানীপু…
হলদিয়া টাউনশিপ ক্লাস্টার -21 IOCL রেসিডেন্সিয়াল কমপ্লেক্স- এর আবাসিকদের পক্ষ থেকে আম ফুন পরবর্তী পরিস্থিতিতে প্রায় 240 জন ঝড়ে বিধ্বস্ত পরিবারের মধ্যে নিত্য সামগ্রী তুলে দেয়া হয় হলদিয়া পৌরসভার অন্তর্গত Word No-16 , ভবানীপুর থানার অন্তর্গত ভবানীপুর থানার পেছনে এই 240 জন পরিবার ঝড়ে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে সেই 240 জন পরিবারের হাতে তাদের প্রয়োজনীয় সামগ্রী জিনিস চাল, ডাল ,তেল সোয়াবিন মাক্স সাবান, আলু পিয়াজ ক্লাস্টার -21 IOCL হলদিয়া টাউনশিপ আবাসিকদের পক্ষ থেকে তুলে দেয়া হয় উপস্থিত ছিলেন আবাসিকদের মধ্যে তুহিন জানা ,মানস সেনগুপ্ত ,দীপাঞ্জন মাল প্রসেনজিৎ দাস , চন্দন মাইতি ,সৈকত সিংহ রাই, সুব্রত মণ্ডল ,মনোজ মণ্ডল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও অন্যান্যরা
No comments