আম্ফান ঘূর্ণিঝড় এ লন্ডভন্ড নন্দীগ্রাম এর একাধিক অঞ্চল ও গ্রাম। আজ 9 দিন হয়ে গেলেও বিপর্যস্ত নন্দীগ্রাম এর চিত্র খুব একটা বদলায়নি। এখনও নন্দীগ্রাম এর বিভিন্ন জায়গায় পরে রয়েছে গাছ, ইলেকট্রিক খুঁটি। কাঁচা ও মাটির বাড়ি গুলি ভেঙে পড়…
আম্ফান ঘূর্ণিঝড় এ লন্ডভন্ড নন্দীগ্রাম এর একাধিক অঞ্চল ও গ্রাম। আজ 9 দিন হয়ে গেলেও বিপর্যস্ত নন্দীগ্রাম এর চিত্র খুব একটা বদলায়নি। এখনও নন্দীগ্রাম এর বিভিন্ন জায়গায় পরে রয়েছে গাছ, ইলেকট্রিক খুঁটি। কাঁচা ও মাটির বাড়ি গুলি ভেঙে পড়ে প্রচুর মানুষ খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। সরকার ও ব্লক প্রশাসন থেকে থেকে এখন ও পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, ত্রিপল ইত্যাদি। পানীয় জল টুকুও পাচ্ছেন না অনেক মানুষ।
তাই আজ নন্দীগ্রাম এক নম্বর বিডিও অফিসের সামনে বিজেপির তরফ থেকে সাধারণ মানুষ কে নিয়ে চলছে বিক্ষোভ চলছে। তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ সরবরাহ করতে হবে, পরে থাকা ইলেকট্রিক খুঁটি সরাতে হবে , পানীয় জল পরিষেবা যাতে মানুষ পায় সেই বেবস্থা করতে হবে, ত্রাণ ও ত্রিপল সঠিক ভাবে দিতে মানুষকে। এই মুহূর্তে নন্দীগ্রাম 1 ব্লকের বিজেপির একটি প্রতিনিধি দল ভিডিওর কাছে স্মারকলিপি জমা দিতে গেছেন।
No comments