হলদিয়া ডক কম্প্লেক্স করোনা মোকাবিলায় ৫০টি আইসোলেশান বেড পুর্বমেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল।
হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার অমল কুমার দত্ত জানিয়েছেন ১১ লক্ষ টাকা ব্যায়ে ৫০ টি আইসোলেসান বেড তুলে …
হলদিয়া ডক কম্প্লেক্স করোনা মোকাবিলায় ৫০টি আইসোলেশান বেড পুর্বমেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল।
হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার অমল কুমার দত্ত জানিয়েছেন ১১ লক্ষ টাকা ব্যায়ে ৫০ টি আইসোলেসান বেড তুলে দেবেন জেলার করোনা মোকাবিলায় কাজে লাগানোর জন্য। পূর্বমেদিনীপুর জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে অনেক শিল্প কারখানা যেমন এগিয়ে এসেছে তেমনি হলদিয়া বন্দর ও তাদের মানবিক এই সহযোগিতা দিয়ে জেলা স্বাস্থ্য ব্যবস্থাকে তরান্বীত করল।
No comments