নন্দীগ্রাম সমন্বয় ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আর্থিক সাহায্য ও ত্রান বিতরণ
রবিবার গ্রীষ্ণের প্রখর দাবদাহ কে উপেক্ষা করে নন্দীগ্রাম 1নং ব্লকের তারাচাঁদবাড় এলাকার চারশো জন অসহায় দুঃস্থ মানুষদের পাশে থাকতে হাত বাড়িয়ে দিলেন…
নন্দীগ্রাম সমন্বয় ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আর্থিক সাহায্য ও ত্রান বিতরণ
রবিবার গ্রীষ্ণের প্রখর দাবদাহ কে উপেক্ষা করে নন্দীগ্রাম 1নং ব্লকের তারাচাঁদবাড় এলাকার চারশো জন অসহায় দুঃস্থ মানুষদের পাশে থাকতে হাত বাড়িয়ে দিলেন,নন্দীগ্রাম সমন্বয় ওয়েলফেয়ার সোসাইটি।
এদিন এই মহতী কর্মযঞ্জে উপস্থিত ছিলেন,
নন্দীগ্রাম থানার ওসি অজিত ঝাঁ,নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের COMH জেলা পরিষদের সহ-সভাপতি সেখ সুফিয়ান, নন্দীগ্রাম 1পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি আবু তাহের, এছাড়া সমন্বয় ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক কাসেম আলী খাঁ প্রমুখ।
সমন্বয় ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক কাসেম আলী খাঁ বলেন ,
এই সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা আজ 400পরিবারকে
চাল,আলু,ডাল,তেল,সাবান এবং কিছু আর্থিক সাহায্য দিয়ে পরবর্তী দিয়ে এই সকল মানুষের পাশে থাকবেন।
জেলা পরিষদের সহ-সভাপতি সেখ সুফিয়ান, নন্দীগ্রাম 1পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি আবু তাহের,
বলেন লকডাউনের জেরে ও করোনা আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ খেটে খাওয়া মানুষ। এর ফলে সমস্যায় পড়েছেন গরিব এবং দুস্থ মানুষেরা।
করোনা রুপী মহামারী আমাদের প্রজন্মকে এর আগে প্রত্যক্ষ করতে হয়নি। এই পরিস্থিতিতে, দিন এনে দিন খাওয়া মানুষের যে কিরূপ অবস্থা তা সত্যিই ভাষায় প্রকাশ করা যায় না।
তাদের অসহায়তার কথা মাথায় রেখে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধি থেকে সমাজের সর্বস্তরের মানুষ জন।
No comments