হলদিয়া দক্ষিণ CITU এর নেতৃত্বে SFI,DYFI,AIDWA এর সহযোগিতায় আম্ফানের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সাহায্য করতে হবে।12 ঘন্টা কাজ নয়,8 ঘন্টা কাজই বলবৎ রাখতে হবে।.প্রভৃতি দাবি নিয়ে ভবানীপুর থানার অন্তর্গত কদমতলায় বিক্ষ…
হলদিয়া দক্ষিণ CITU এর নেতৃত্বে SFI,DYFI,AIDWA এর সহযোগিতায় আম্ফানের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সাহায্য করতে হবে।12 ঘন্টা কাজ নয়,8 ঘন্টা কাজই বলবৎ রাখতে হবে।.প্রভৃতি দাবি নিয়ে ভবানীপুর থানার অন্তর্গত কদমতলায় বিক্ষোভ কর্মসূচি পালন হয়।এরপর উক্ত দাবিসনদ নিয়ে হলদিয়া গ্রামিন ও হলদিয়া দক্ষিণের সমস্ত বামপন্থী গনসংগঠনের উদ্যোগে হলদিয়া ব্লকে বিক্ষোভ কর্মসূচি এবং ডেপুটেশন দেওয়া হয়। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/bAe8MpY8Big
No comments