নিজস্ব প্রতিবেদক----(পূর্ব মেদিনীপুর) কাঁথি রসলপুর রাজ্য সড়কের অযোধ্যাপুর বাসস্ট্যান্ডের কাছে বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। প্রায় দু'ঘণ্টা ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দার…
নিজস্ব প্রতিবেদক----(পূর্ব মেদিনীপুর) কাঁথি রসলপুর রাজ্য সড়কের অযোধ্যাপুর বাসস্ট্যান্ডের কাছে বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। প্রায় দু'ঘণ্টা ধরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে কাঁথি থানার পুলিশ। অবরোধ কারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন পুলিশ। অবরোধের জেরে রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে থাকে একাধিক পন্যবাহী লরি। অবরোধে জেরে বেশ সমস্য পড়ে নিত্যযাএীরা।
জানাগিয়েছে আম্ফান ঝড়ের ফলে লণ্ডভণ্ড হয়ে গেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রান ব্লক। কয়েকদিন কেটে গেলেও এখনো বিদ্যুৎ পরিসেবা মিলছে না।এরজেরে পানীয় জলের বেশ সমস্য দেখা দিয়েছে। বুধবার সকালের কয়েকটি গ্রামের বাসিন্দারা জ্বড় হয়ে রাজ্য সড়কের উপর বাঁশের বেড়া করে অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে হাজির হয় কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/ebue2QFgkk4
No comments