Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

breakingঃ হলদিয়ায় থার্মাল স্ত্রিনিং ও স্বাস্থ্য সমীক্ষার সিদ্ধান্ত নিল পুরসভা কর্তৃপক

করোনা মোকাবিলায় ২৯টি ওয়ার্ডে মোট ৬২হাজার পরিবারে নিবিড় থার্মাল স্ক্রিনিং ও কোভিড-১৯ ফরম্যাটে স্বাস্থ্য সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে হলদিয়া পুর কর্তৃপক্ষ।চলতি সপ্তাহ থেকে সেই সমীক্ষার কাজ শুরু হচ্ছে বলে বুধবার একথা জানান হলদিয়া…



 করোনা মোকাবিলায় ২৯টি ওয়ার্ডে মোট ৬২হাজার পরিবারে নিবিড় থার্মাল স্ক্রিনিং ও কোভিড-১৯ ফরম্যাটে স্বাস্থ্য সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে হলদিয়া পুর কর্তৃপক্ষ।চলতি সপ্তাহ থেকে সেই সমীক্ষার কাজ শুরু হচ্ছে বলে বুধবার একথা জানান হলদিয়া পুর কর্তৃপক্ষ।তাছাড়া একই সঙ্গে ডেঙ্গু সচেতনতার কাজও শুরু হবে।প্রতিদিন সমীক্ষার পর সেই রিপোর্ট একত্রিত করে অনলাইনে আপলোড করা হবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে।

No comments