Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবিক মুখ জেলা পরিষদের সদস্যা তনুশ্রী জানা,ও দিল্লির স্বর্ণ ব্যবসায়ী কার্তিক চন্দ্র মান্না

মাননীয়  রাজ্যের পরিবহনমন্ত্রী জননেতা শুভেন্দু অধিকারী অনুপ্রেরণায় ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা তনুশ্রী জানা,ও দিল্লির স্বর্ণ ব্যবসায়ী কার্তিক চন্দ্র মান্না সহযোগিতায় তমলুক বিধানসভার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের খার…



মাননীয়  রাজ্যের পরিবহনমন্ত্রী জননেতা শুভেন্দু অধিকারী অনুপ্রেরণায় ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা তনুশ্রী জানা,ও দিল্লির স্বর্ণ ব্যবসায়ী কার্তিক চন্দ্র মান্না সহযোগিতায় তমলুক বিধানসভার অন্তর্গত শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০ টি বুথে শহীদ মাতঙ্গিনী যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লকডাউন এ আর্থিকভাবে  পিছিয়ে পড়া ৩৫০ জন পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো।এই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদানে উপস্থিত ছিলেন  খারুই 2 নম্বর অঞ্চলের প্রধান নমিতা ঘোড়া এবং খারুই -২নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীনেশ কর তৎসহ  ধলহরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আতিয়ার রহমান, রঘুনাথপুর ২নম্বর অঞ্চলের প্রধান -শিলাদিত্য আদক। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য কর্মাদক্ষ - গৌড় হরি মাঝি ও শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি স্বাস্থ্য কর্মাদক্ষ রাজেশ কান্তি হাজরা, হারাই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য- অরূপ বারীক ও শহীদ মাতঙ্গিনী তৃণমূল কংগ্রেসের কনভেনার  উত্তম সাহু তৎসহ শহীদ মাতঙ্গিনী ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেব জিৎ প্রামানিকও অচিন্ত্য দোলুই  এবং খারুই 2 নম্বর অঞ্চলের যুবনেতা সাহেব জানা, খাইরুল খা, গোলক চন্দ্র এছাড়াও তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দ। এই প্রয়োজনীয় সামগ্রী পেয়ে মানুষজন তনুশ্রী জানাকে ধন্যবাদ জানায়। সাধারণ মানুষের পাশে থাকা আশ্বাস দিয়েছেন এবং বলেছেন আপনারা সকলে ঘরে থাকুন ও সুস্থ থাকুন। ভিডিও দেখতে ক্লিক করুন,https://youtu.be/eFYBZh0e2Kg

No comments