আমফান ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া লাইনের মেরামতির কাজ চলছে হলদিয়া ব্লকে।
সারা ব্লক জুড়ে গত এক সপ্তাহ অন্ধকার,স্হানীয় ভবানীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারীক রাজা মন্ডলের নির্দেশে ডালিম্বচকের কিছু স্থানীয় যুবক বিদ্যুতের লাইন ঠিক করার…
আমফান ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া লাইনের মেরামতির কাজ চলছে হলদিয়া ব্লকে।
সারা ব্লক জুড়ে গত এক সপ্তাহ অন্ধকার,স্হানীয় ভবানীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারীক রাজা মন্ডলের নির্দেশে ডালিম্বচকের কিছু স্থানীয় যুবক বিদ্যুতের লাইন ঠিক করার কাজে ঝাঁপিয়ে পড়েন ।
নেতৃত্বদেন স্থানীয় সমাজসেবী সুকুমার সামন্ত,ও বুথ সভাপতি অর্দ্ধেন্দু মাইতি
সারাদিন পরিশ্রম করে তারা গ্রামের বিভিন্ন জায়গায় বিদ্যুত পৌঁছেদেন।
এলাকার বাসিন্দা শ্যামল অধিকারী বলেন গত এক সপ্তাহ বিদ্যুত না থাকায় মোবাইল চার্চ, লাইট চার্চ করতে আমরা একটি জেনারেটর ঠিক করি । প্রায় পনের হাজার টাকায় ভাড়া করে কাজ করতে হয়েছে। আজ বিদ্যুত আসায় আমরা খুব খুশি
No comments