নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর : কেশপুর কলেজ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত চালক গুরুতর জখম ৬ জন। এদিন লরি ও মারুতির মুখোমুখি সংঘর্ষে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
মারুতি'টি তে ছ…
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর : কেশপুর কলেজ থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত চালক গুরুতর জখম ৬ জন। এদিন লরি ও মারুতির মুখোমুখি সংঘর্ষে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
মারুতি'টি তে ছয় জন পরিযায়ী শ্রমিক ছিলেন যারা চেন্নাই থেকে হুগলি ফিরছিলেন। উপযুক্ত স্বাস্থ্য পরীক্ষার পর খড়গপুর থেকে হুগলির উদ্দেশ্যে রওনা দিয়েছিল মারুতি'টি অন্যদিকে উল্টো দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষে ঘটে যায় এই বিপত্তি।
স্থানীয়রা দুর্ঘটনায় কবলিত ব্যাক্তিদের উদ্ধার করে ভর্তি করেন কেশপুর গ্রামীণ হাসপাতালে।পরবর্তীকালে অবস্থার অবনতি হলে তাদের পাঠানো হয় মেদিনীপুর মেডিকেল কলেজে,সেখানে চিকিৎসক মারুতি চালককে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে লরি চালককে আটক করেন স্থানীয় বাসিন্দারা, পলাতক চালকের চালনাতে সাহায্যকারী ব্যক্তি।পরবর্তীকালে পুলিশ এসে উদ্ধার করেন ওই চালককে।
প্রত্যক্ষদর্শীদের দাবি,‘ লরি'টি বেপরোয়া গতিতে ধাক্কা মারে ওই মারুতিকে,ফলস্বরূপ ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।প্রতিনিয়ত রাস্তাতে দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলায়,স্থানীয়রা অতিরিক্ত গতি রোধের ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন প্রশাসনের কাছে।
No comments