দেশলাই কাঠি দিয়ে ক্রিকেট বিশ্বকাপের ট্রফির ক্ষুদ্রতম রেপ্লিকা তৈরি করে নজির গড়লেন পশ্চিম মেদিনীপুরের বেলদার এক শিক্ষক। শুধুমাত্র একটি দেশলাই কাঠি দিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফির ক্ষুদ্রতম রেপ্লিকা তৈরি করে তাক লাগিয়ে দিয়…
দেশলাই কাঠি দিয়ে ক্রিকেট বিশ্বকাপের ট্রফির ক্ষুদ্রতম রেপ্লিকা তৈরি করে নজির গড়লেন পশ্চিম মেদিনীপুরের বেলদার এক শিক্ষক। শুধুমাত্র একটি দেশলাই কাঠি দিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফির ক্ষুদ্রতম রেপ্লিকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন বেলদার খাকুড়দার শিক্ষক সুমন মান্না। ইতিমধ্যেই তাঁর হাতের তৈরি ওই ক্ষুদ্রতম ট্রফির রেপ্লিকা ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ জায়গা করে নিয়েছে। এই লকডাউনের মধ্যেই ওই সংস্থার পক্ষ থেকে পাঠানো শংসাপত্র আর মেডেল পেয়ে বেশ খুশি তাঁর পরিবারের লোকজনও।
No comments