রাজেশ শাসমল; হলদিয়া: নজরুল স্মৃতি সংঘের পক্ষ থেকে আজ দুঃস্থ অসহাদের হাতে তুলে দেওয়া হল ইফতার সামগ্রী সহ চাল ডাল আলু সয়াবিন। প্রায় ১৭০ জন মানুষের হাতে তুলে দেন।সবাইকে বাড়িতে থেকে লক ডাউনকে মান্যতা দিয়ে সামাজিক দুরত্ব বাজায় র…
রাজেশ শাসমল; হলদিয়া: নজরুল স্মৃতি সংঘের পক্ষ থেকে আজ দুঃস্থ অসহাদের হাতে তুলে দেওয়া হল ইফতার সামগ্রী সহ চাল ডাল আলু সয়াবিন। প্রায় ১৭০ জন মানুষের হাতে তুলে দেন।সবাইকে বাড়িতে থেকে লক ডাউনকে মান্যতা দিয়ে সামাজিক দুরত্ব বাজায় রাখতে বলা হয়েছে।
মসজিদে তারাবি ও ইফতারের জন্য জমায়েত করতে নিষেধ করা হয়েছে। ৫ - ৬ জনের বেশি না নিয়ে মসজিদে নামাজ পড়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংঘের সম্পাদক সামসেল শা ২৭শে রমজান ঈদের আগে দুস্তদের সামাই লাচ্ছা সামগ্রী দেওয়ার কথা ঘোষনা করেছেন।
No comments