Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পবিত্র ঈদের নামাজ পড়লেন নন্দকুমার ইড়খা- বাখরাবাদ জামে মসজিদে

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ইড়খা- বাখরাবাদ জামে মসজিদে সোস্যাল ডিস্টন্স মেনে পবিত্র ঈদের নামাজ পড়া হলো।স্থানীয় বাসিন্দা সেক রফিকুল জানান,করোনা ভাইরাসের কারনে মানুষজন সবাই চিন্তিত।সমস্ত ধর্মের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান একপ্রকার…




পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ইড়খা- বাখরাবাদ জামে মসজিদে সোস্যাল ডিস্টন্স মেনে পবিত্র ঈদের নামাজ পড়া হলো।স্থানীয় বাসিন্দা সেক রফিকুল জানান,করোনা ভাইরাসের কারনে মানুষজন সবাই চিন্তিত।সমস্ত ধর্মের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান একপ্রকার বন্ধ।একইভাবে আজ ঈদের দিনেও প্রতি বছরের মতো এবছর ব্যতিক্রমিভাবেই ঈদ কাটলো।কোন আনন্দ উৎসব না করেই, মসজিদে ভিড় তেমন না করে,সোস্যাল ডিস্টেন্স মেনেই সামান্য মানুষজন মিলে ঈদের নামাজ পাঠ করেন।কোলাকুলিও কোনরূপ না করেই,মূলত করোনার কথা মাথায় রেখেই কোনরকম খুশির ঈদ পালন করা হলো।আমরা চাই আগামী ঈদের দিন যেন এমন না আসে।আগের মতো সবাই হাঁসিখুশিতে দিনটি পালন করা যায়, এটাই প্রার্থনা করি।

No comments