পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ একদিকে যখন মহামারী করোনা ভাইরাস গ্রাস করতে চলছে গোটা রাজ্য কে, ঠিক সেই সময় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আনফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত। ফলে এই সময় কারোর শারীরিক অসুস্থতা দেখা দিলে সময় দিতে পারছেন না চিকিৎস…
পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ একদিকে যখন মহামারী করোনা ভাইরাস গ্রাস করতে চলছে গোটা রাজ্য কে, ঠিক সেই সময় প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় আনফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত। ফলে এই সময় কারোর শারীরিক অসুস্থতা দেখা দিলে সময় দিতে পারছেন না চিকিৎসকেরা। কারণ, মহামারী ভাইরাসের কারণে করোনা যুদ্ধে তৎপর রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্যের সমস্ত চিকিৎসক ও নার্স, ঠিক সেই সময় এলাকার মানুষের শারীরিক দিক নজর রেখে এবার এগিয়ে এলো সমাজকর্মী বিদেশ পাত্র নামের এক যুবক। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা-১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েকশো মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জানা গেছে, এই স্বাস্থ্য শিবিরের প্রধান উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী বিদেশ পাত্র। এছাড়াও এই স্বাস্থ্য শিবির উপস্থিত ছিলেন সুধাংশু শেখর জানা, অরুণ কুমার মন্ডল, কালীচরণ জানা, মানস দাস। চিকিৎসক হিসেবে ছিলেন মুর্শিদাবাদ ম্যাডিকেল কলেজের প্রফেসর (জনস্বাস্থ্য বিশেষজ্ঞ) ডক্টর পুলক কুমার জানা। এই কর্মসূচিকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসন থেকে শুরু করে এলাকার বিভিন্ন সমাজসেবী সংগঠন ও বিশিষ্টজনেরা।
No comments