পালধুই অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রামনগর বিধানসভার বিধায়ক, সকলের কাছের মানুষ সম্মাননীয় #অখিল_গিরি মহাশয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা…
পালধুই অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রামনগর বিধানসভার বিধায়ক, সকলের কাছের মানুষ সম্মাননীয় #অখিল_গিরি মহাশয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সম্মাননীয় #সুপ্রকাশ_গিরি মহাশয়, উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা রামনগর ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধক্ষ মাননীয় বনবিহারী মাইতি ও অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি উপ প্রধান অংশুমান পতি,উপস্থিত ছিলেন পালধুই গ্রাম পঞ্চায়েতের প্রধান যমুনা দাস, ব্লক যুবর কার্যকরী সভাপতি ও দেপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মাইতি, শিক্ষা কর্মাধক্ষ সৌমেন গিরি, উপ প্রধান তাপস কান্তি দত্ত, সুজিত গিরি, অনিল জানা, হিমাংশু শেখর দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ ৷
No comments