Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রামনগর ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের রক্ত দান শিবির

রামনগর ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ব্লক সভাপতি বিশ্বরঞ্জন মিশ্রর ব‍্যবস্থাপনায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছিল গোবরা অঞ্চলের আকনা প্রাথমিক বিদ‍্যালয়ে. এই মহতি অনুষ্ঠানের শুভ সুচনা করেন এলাকার জনপ্রিয় বিধায়ক সম্মানীয়…




রামনগর ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ব্লক সভাপতি বিশ্বরঞ্জন মিশ্রর ব‍্যবস্থাপনায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছিল গোবরা অঞ্চলের আকনা প্রাথমিক বিদ‍্যালয়ে. এই মহতি অনুষ্ঠানের শুভ সুচনা করেন এলাকার জনপ্রিয় বিধায়ক সম্মানীয় অখিল গিরি মহাশয়. উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সুপ্রকাশ গিরি. ছিলেন ব্লক স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ সুশান্ত পাত্র,অঞ্চল তৃণমূল সভাপতি দীপক পয়ড়‍্যা, গৌতম জানা, পরিমল মন্ডল, ও অন্যান্য নেতৃত্ব গন. সহযোগিতায় লায়ন্স ক্লাব আগামী. মোট ৪০ জন রক্তদাতারা রক্ত দিয়ে এই মহান উদ্যোগ কে সহযোগিতা করেছেন

No comments