Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় ৫টি জোনকে মুক্ত করল জেলা প্রশাসন

হলদিয়ায় ৭টি কন্টেইনমেন্ট জোনের মধ্যে ৫টি জোনকে মুক্ত করা হল।ওই কন্টেইনমেন্ট জোনগুলিতে গত ১৪দিনে নতুন করে কোনও করোনা পজিটিভ কেস ধরা না পড়ায় নিয়ম অনুযায়ী মুক্ত ঘোষণা করল জেলা প্রশাসন। ৫টি জোনের মধ্যে রয়েছে হলদিয়া পুরসভার  …




 হলদিয়ায় ৭টি কন্টেইনমেন্ট জোনের মধ্যে ৫টি জোনকে মুক্ত করা হল।ওই কন্টেইনমেন্ট জোনগুলিতে গত ১৪দিনে নতুন করে কোনও করোনা পজিটিভ কেস ধরা না পড়ায় নিয়ম অনুযায়ী মুক্ত ঘোষণা করল জেলা প্রশাসন। ৫টি জোনের মধ্যে রয়েছে হলদিয়া পুরসভার  দুর্গাচক টাউন ও দেভোগ,সুতাহাটা ব্লকের পাথরবেড়িয়া,বারাতলিয়া গ্রাম ও হলদিয়া ব্লকের রাজনগর এলাকা।আর এর ফলে, আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওই এলাকার বাসিন্দারা। ভিডিও দেখতে ক্লিক করুন।
https://youtu.be/HmsaF8c6LUA

No comments