করোনা ভাইরাসের জেরে গোটা দেশে একটানা লকডাউন চলছে।এই পরিস্থিতিতে কাজকর্ম হারিয়ে তীব্র খাদ্য সঙ্কটে ভূগছে দুঃস্থ ও অসহায় মানুষ।তাদের পাশে দাঁড়িয়েছে বহু ক্লাব ও সংগঠন।আজ পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর ও ভগবান পুর ব্লকে দরিদ্র…
করোনা ভাইরাসের জেরে গোটা দেশে একটানা লকডাউন চলছে।এই পরিস্থিতিতে কাজকর্ম হারিয়ে তীব্র খাদ্য সঙ্কটে ভূগছে দুঃস্থ ও অসহায় মানুষ।তাদের পাশে দাঁড়িয়েছে বহু ক্লাব ও সংগঠন।আজ পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুর ও ভগবান পুর ব্লকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশান।
ওই এলাকার পেশায় আইনজীবি ও আইমা সংগঠনের সক্রিয় সদস্য আব্দুল রক্তিম এর উদ্যোগে এলকার প্রায় দুশো জন দুঃস্থ ও অসহয় মানুষের হাতে ত্রাণ বিলি করা হয়।দুঃস্থদের হাতে চাল,ডাল,আলু,পেঁয়াজ,তেল,সোয়াবিন ও সাবান তুলে দেয় সংগঠনের সদস্যরা।এবং এর পাশাপাশি লকডাউন মেনে সবাইকে বাড়িতে থাকতে অনুরোধ করা হয়।উপস্থিত ছিল ভগবান পুর ও চন্ডীপুরে (A.I.M.A) এর সদস্য মুজিবর রহমান,সেক সাবির,সেক মনিরুল,সেক তাহের,সেক সাদ্দাম প্রমুখ।
No comments