Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রাম আমদাবা-২ পঞ্চায়েত অফিসে কর্মীদের আটকে বিক্ষোভ

নন্দীগ্রাম 6 ই মে বুধবার  নন্দীগ্রামের আমদাবাদ 2 গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে   কর্মীদের অফিসে ঢুকতে বাধা।
স্থানীয়দের  একাংশের দাবি দীর্ঘদিন এই পঞ্চায়েত অফিসে প্রধান আসছেন না। লকডাউন এর ফলে তাদের বাড়ির লোকজনরা বাইরে আটকে আছে…




 নন্দীগ্রাম 6 ই মে বুধবার  নন্দীগ্রামের আমদাবাদ 2 গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে   কর্মীদের অফিসে ঢুকতে বাধা।
স্থানীয়দের  একাংশের দাবি দীর্ঘদিন এই পঞ্চায়েত অফিসে প্রধান আসছেন না। লকডাউন এর ফলে তাদের বাড়ির লোকজনরা বাইরে আটকে আছে অনেকে আবার অনেকে আবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এর জন্য কেউ ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে প্রথমে সঙ্গে দেখা করতে এসেছেন না দেখাবে ক্ষোভ  দেখাচ্ছেন। কেউ কন্যাশ্রী যুবোশ্রী প্রকল্পের  টাকা পাচ্ছেন না জানাতে এসেছিলেন।
 তৃণমূল অঞ্চল সভাপতি শেখ রহোসন বাবুর বলেন যুবশ্রী প্রকল্পের ফরম ফিলাপ , কন্যাশ্রী মেয়েরা গতকয়েক দিন ধরে ঘুরে যাচ্ছে,    রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাচ্ছেন না ,100 দিনের মাস্টাররোল সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে। এই অঞ্চলের বহু মানুষ পঞ্চায়েত থেকে কোন পরিষেবা পাচ্ছে না এমনই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে।
 প্রধান সবিতা বারিক বলেন আমি ব্লক  সভাপতি মেঘনাথ পালের নির্দেশে অফিসে যাচ্ছি না , যেহেতু লকডাউন চলছে অফিসের কাজকর্ম কম তাই এক সপ্তাহ মতো হলো অফিস যাচ্ছি না। কিন্তু সে রকম কিছু কাজ থাকে বাড়ি থেকেই সেই কাজগুলো করে দেওয়া হয় এমনি বলেন।
ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেঘনাথ পাল বলেন যদিও কথাটা সম্পূর্ণ সত্য নয় তবে তিনি বেশ কয়েকদিন যাচ্ছেন না কাজকর্ম তিনি বাড়ি থেকেই করছেন ।

প্রসঙ্গত আরও বলেন ওই অঞ্চলের অঞ্চল সভাপতি রহোসন বাবুর সঙ্গে প্রধান সবিতা বারিক  সঙ্গে একটা রাজনৈতিক মত বিরোধ চলছে ।

মতোবিরোধের কারণ পঞ্চায়েতের বিভিন্ন ফান্ড অনুযায়ী অর্থটা যেমন ধরনের গ্রাম পঞ্চায়েতের ফান্ডে আছে সেভাবেই  কোন কাজটা আগে পরে হবে সেইটা নিয়ে ওদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয় । আর এই সমস্যার কথা আমাকে প্রধান নিজেই বলেছিলেন এই সমস্যাটা আমাদের মিটিয়ে দেন তাহলে অফিসে যেতে পারবো।
এই সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে আমরা ওদের নিয়ে বসে আলোচনা কোন সমস্যা মিটিয়ে নেবো।
এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ রায় বলেন আমরা আপনাদের মাত্র জানতে পেরেছি । এইসব মানুষদের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য আমরা প্রধান কে ডেকে বলবো খুব শীগ্রই জাতীয় সমস্যা দ্রুত সমাধান করে নেয়।

No comments