রাজ্য সরকার ফুল চাষ সহ বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেও কিন্তু পান ব্যবসার ক্ষেত্রে কোন ছাড়ের ঘোষনা করেনি। এরফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার পানচাষীরা। বুধবার সকাল থেকে অবস্থান বিক্ষোভে সাম…
রাজ্য সরকার ফুল চাষ সহ বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেও কিন্তু পান ব্যবসার ক্ষেত্রে কোন ছাড়ের ঘোষনা করেনি। এরফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার পানচাষীরা। বুধবার সকাল থেকে অবস্থান বিক্ষোভে সামিল হলেন পূর্ব মেদিনীপুর জেলার ময়নার পানচাষীরা। করোনা ভাইরাস কারনে পান রপ্তানি একেবারে বন্ধ হয়ে গিয়েছে।তাই পান চাষের ছাড় দেওয়ার দাবিতে বুধবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত গোজিনা গ্রাম পঞ্চায়েতের স্কুল মাঠ সংলগ্ন রাস্তার উপর পান ফেলে অবস্থান বিক্ষোভে সামিল হন পান চাষীরা। পান চাষে ছাড়ের পাশাপাশি জেলার পানচাষিদের দাবি, অন্যান্য ক্ষেত্রে রাজ্য সরকার যেভাবে আর্থিক সাহাষ্য ঘোষণা করছেন কিন্তু পান চাষীদের জন্যও কোন আর্থিক ভাবে ঘোষণা করতে হবে। এছাড়াও জেলার অধিকাংশ পানচাষি ঋণ নিয়ে পান চাষ করেছেন।এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সমস্ত ঋণ মুকুব করতে হবে। বিক্ষোভে সামিল এক পান চাষি বলেন পান চাষ করে গোটা সংসার নির্ভর করে।
No comments