এই ভয়াবহ করোনা মোকাবিলায় এগরা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এগরা ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে ব্লাড ডোনেসান ক্যাম্পে 21জন রক্ত দাতা রক্ত দান করেন এই উৎসবে উপস্থিত ছিলেন মহিলা সভাপতি কবিতা প্রধান …
এই ভয়াবহ করোনা মোকাবিলায় এগরা শহর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এগরা ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে ব্লাড ডোনেসান ক্যাম্পে 21জন রক্ত দাতা রক্ত দান করেন এই উৎসবে উপস্থিত ছিলেন মহিলা সভাপতি কবিতা প্রধান সদস্যা গণ স্বপ্না কর মহাপাত্র সোমা বেরা সন্ধ্যা বারিক আলোলিকা রায় সোমা সেন উদ্বোধনে পৌরপ্রধান শঙ্কর বেরা উপপৌর প্রধান পারুল মাইতি ব্লক 2 প্রাক্তন সভাপতি আরতি মুন্ডা এগরা শহর তৃনমূল কংগ্রেশ সভাপতি জয়ন্ত সাহু আশিস চক্রবর্তী বিমল প্রহারাজ
প্রকাশ কুসুম দাস দেবাশীষ কানুনগো সুপদ বন্ধু বাগ সহ সকল সদস্য সদস্যা অন্যান্য অনেকের উপস্থিতিতে এই উৎসব অনুষ্টিত হয় ও সকলকে চারা গাছ প্রদান করা হয়
No comments