Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উপকূলবর্তী এলাকায় আবাসন সেন্টার গুলি ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা

পুর্ব মেদিনীপুর জেলার কাঁথির রামনগর-১ ব্লকের উপকূলবর্তী এলাকা গুলি রবিবার ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা।এই দলে ছিলেন   মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য এবং রামনগর - ১ ব্লকের বিডিও সহ অন্যান্য সরকারী আধিকারীকেরা।তাঁরা সমুদ্র উপকূ…







পুর্ব মেদিনীপুর জেলার কাঁথির রামনগর-১ ব্লকের উপকূলবর্তী এলাকা গুলি রবিবার ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা।এই দলে ছিলেন 
 মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য এবং রামনগর - ১ ব্লকের বিডিও সহ অন্যান্য সরকারী আধিকারীকেরা।তাঁরা সমুদ্র উপকূলের  বিভিন্ন ফ্লাট সেন্টার গুলো পরিদর্শন করলেন।সেইসঙ্গে আপৎকালীন ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় কি কি ধরনের আগাম ব্যাবস্থা গ্রহন করা হবে তার  নির্দেশ দিলেন ।প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ভাবেও আসন্ন  প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়তে চলা সম্ভাব্য মানুষদের পাশে দাঁড়ালো তৃনমুল।
রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন এর আগে আয়লা-ফনীর মত প্রাকৃতিক দুর্যোগ  কিংবা সাম্প্রতিক  করোনা ভাইরাসের সংক্রমনেও সরকারের পাশাপাশি তাঁরা তৃনমুল দল থেকে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন।আমফানের ক্ষেত্রেও তাই ঘটবে।বলেন যাই আসুক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে আমরা সাধারন মানুষকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।
অপরদিকে  রামনগর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র দিঘা,তাজপুর,জামড়া, শংকরপুর,জলধা প্রভৃতী উপকূলবর্তী এলাকায় গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে আলাদা ভাবে কথা বলেন।তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি  ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার বার্তা দিলেন। তিনি বলেন রাজ্যের সাথে জেলা ও স্থানীয় প্রশাসন সব ধরনের দূর্যোগ সামলাতে   সর্বদা প্রস্তুত।বলেন এর আগেও বিগত কয়েক বছরে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়া মানুষদের তাঁরা রক্ষা করেছেন।

No comments