আজ সকালে পটাশপুর বালিচক রাস্তায় কেলেঘাই নদীর পাড় থেকে সদ্যজাত শিশুর কন্যার মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই দিন সকালে স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে মৃতদেহ দেখতে পায়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কাঁথি …
আজ সকালে পটাশপুর বালিচক রাস্তায় কেলেঘাই নদীর পাড় থেকে সদ্যজাত শিশুর কন্যার মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই দিন সকালে স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে মৃতদেহ দেখতে পায়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে পটাশপুর থেকে বালিচক যাওয়ার রাস্তায় বিশ্বনাথপুর খালপাড়ে স্থানীয় মৎস্যজীবী দিন সকালে মাছ ধরার জন্য জাল নিয়ে যায়। তাদের নজরে আছে একটি শব্দ অর্থ মৃতদেহ ভাসতে দেখে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়ে কাঁথি হাসপাতালে ময়না তদন্তের পাঠিয়েছে। কুমারী মায়ের সন্তান বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।
No comments