Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভিন রাজ‍্য থেকে ফিরল নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিকরা

নিজস্ব সংবাদ :হলদিয়াঃলকডাউনের জেরে সারাভারতবর্ষে আটকা পড়েছিলো অসংখ্য পরিযায়ী শ্রমিক।বর্তমানে অনেক কষ্ট করেই ভিনরাজ্য থেকে আসতে শুরু করেছেন নিজবাড়িতে।মঙ্গলবার ৯ জন পরিযায়ী শ্রমিক চেন্নাই থেকে মেছেদা হয়ে নন্দীগ্রামে ফিরলেন।তবে এই …







নিজস্ব সংবাদ :হলদিয়াঃলকডাউনের জেরে সারাভারতবর্ষে আটকা পড়েছিলো অসংখ্য পরিযায়ী শ্রমিক।বর্তমানে অনেক কষ্ট করেই ভিনরাজ্য থেকে আসতে শুরু করেছেন নিজবাড়িতে।মঙ্গলবার ৯ জন পরিযায়ী শ্রমিক চেন্নাই থেকে মেছেদা হয়ে নন্দীগ্রামে ফিরলেন।তবে এই শ্রমিকদের বাড়ি ফেরাটা নেহাত সহজসাধ্য ছিলো না।প্রায় ৯ টাকা জনপ্রতি বাসভাড়া করে মেছেদায় আসেন।লকডাউনের এতগুলি দিন কিভাবে কাটিয়েছেন তা মুখে প্রকাশকরতে গিয়ে চোখেরজল বাগমানাতে পারছিলেন না।প্রতিদিন চেন্নাইতে ২৫০ টাকা দিয়ে হোটেলে রাত কাটানো থেকে দুবেলা আহার জোটানো কতটা কষ্টসাধ্য ছিলো তা তাদের কাছে অবর্ননীয়।চরম উৎকন্ঠায় দিনকাটাচ্ছিলো নন্দীগ্রামের এই ৯ জন দর্জি ও রাজমিস্ত্রী কাজ করতে যাওয়া শ্রমিক পরিবারগুলি।আজ সকালে মেছেদায় এসে তাদের শরীর পরীক্ষা করিয়ে তারপর নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।তবে এই সমস্ত শ্রমিকদের অভিযোগ,এ রাজ্য ফেরার জন্য প্রশাসনিক কোন সহযোগীতায় তাঁরা পাননি।বারংবার ফোনে বিভিন্ন দপ্তরে ফোন করেন তারা।কেবল মুখে প্রতিশ্রুতি ছাড়া সহায়তা কোনই জোটেনি তাদের।এমনকি জেলায় সর্বত্র গাড়ি বন্ধ।এরমাঝে মেছেদা থেকে নন্দীগ্রামে ফেরার জন্য সহায়তা চাইলেও কিছুই জোটেনি বলে অভিযোগ করেন পরিযায়ী শ্রমিকেরা।তবে এতদিন লকডাউনের কষ্ট পেরিয়ে আজ বাড়ি ফেরার আনন্দটাই তাদের শতকষ্ট আজ তাদেরকাছে কোন কষ্টইনয়, এমনটাই তাদের চোখেমুখে প্রকাশ পাচ্ছিলো।

No comments