মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কাঁথি উপকূলবর্তী সাইক্লোন বিধ্বস্ত তিনটি গ্রামে আজ দুর্গত চল্লিশটি পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হল । গ্রাম তিনটি হলো রঘুসর্দারবাড় জলপাই , পশ্চিম ঠাকুরচক এব…
মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কাঁথি উপকূলবর্তী সাইক্লোন বিধ্বস্ত তিনটি গ্রামে আজ দুর্গত চল্লিশটি পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হল । গ্রাম তিনটি হলো রঘুসর্দারবাড় জলপাই , পশ্চিম ঠাকুরচক এবং পদ্মপুট। সংগঠনের পক্ষ থেকে একটি করে ঘরের আচ্ছাদন তৈরীর মোটা কালো পলিথিন ছাউনি , মসুর ডাল এবং সোয়াবিনের প্যাকেট তুলে দেওয়া হয় । একই সঙ্গে আমফান সাইক্লোনে প্রকৃতির যে বিপুল ক্ষতি হয়েছে তার অতি সামান্য হলেও ক্ষতিপূরণের জন্য তিনটি বটের চারা রোপণ করা হয় । সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে , আগামী দু-একদিনের মধ্যে আবার উপকূলবর্তী অঞ্চলে কিছু পরিবারকে সামগ্রী ত্রাণ তুলে দেওয়া হবে।
No comments