হলদিয়ায় আরও দু'জনের করোনা পজিটিভ ধরা পড়ল। হলদিয়া পরপর দুদিনে চারজনের করোনা পজেটিভ ধরা পড়লো তিনজন পুরসভার বিরিঞ্চিবেড়িয়া এলাকার ও অন্য জন হাতিবেড়িয়ার ও ১৭ নং ওয়ার্ডের ডিঃ ঘাসীপুরের বাসিন্দা। এদের মধ্যে দুইজন পরিযায়ী শ্রমিক…
হলদিয়ায় আরও দু'জনের করোনা পজিটিভ ধরা পড়ল। হলদিয়া পরপর দুদিনে চারজনের করোনা পজেটিভ ধরা পড়লো তিনজন পুরসভার বিরিঞ্চিবেড়িয়া এলাকার ও অন্য জন হাতিবেড়িয়ার ও ১৭ নং ওয়ার্ডের ডিঃ ঘাসীপুরের বাসিন্দা। এদের মধ্যে দুইজন পরিযায়ী শ্রমিক, মহারাষ্ট্র থেকে ফিরেছিলেন। পর পর দুদিনে হলদিয়ায় মোট চার জনের করোনা পজিটিভ ধরা পড়ল। তিনজন হলদিয়া পুরএলাকার বাসিন্দা, একজন হলদিয়া ব্লকের বাসিন্দা। আম্ফানের বিধ্বস্ত হলদিয়ায় নতুন করে করোনা ধরা পড়ায় ফের আতঙ্ক তৈরি হয়েছে। ভিডিও দেখতে ক্লিক করুন।
https://youtu.be/I5075KVQVPY
No comments