Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

breaking news পূর্ব মেদিনীপুর জেলা পুরোহিত পরিষদের পক্ষে বিনম্র আবেদন

বিশেষ আবেদন পূর্ব মেদিনীপুর জেলা পুরোহিত পরিষদের পক্ষে বিনম্র আবেদন। সারা ভারত তথা বিশ্বে করনা ভাইরাসের কবলে পড়েছে। মহামারী দেখা দিয়েছে এই "করোনাভাইরাস" এই মারণ রোগের হাত থেকে বাঁচার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য স…




বিশেষ আবেদন পূর্ব মেদিনীপুর জেলা পুরোহিত পরিষদের পক্ষে বিনম্র আবেদন। সারা ভারত তথা বিশ্বে করনা ভাইরাসের কবলে পড়েছে। মহামারী দেখা দিয়েছে এই "করোনাভাইরাস" এই মারণ রোগের হাত থেকে বাঁচার জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে সকল নির্দেশ দিচ্ছেন সেগুলো আমরা সবাই যেন মনেপ্রাণে মান্য করি। আমরা পুরোহিত পর্ষদের তরফে আমাদের ব্রাহ্মণ পুরোহিতদের সরকারের এই কার্যক্রমের কোনরকম যেন অন্যথা না করি। সেই সংগে সকল ব্রাহ্মণ পুরোহিতের অনুরোধ করছি আগামী বুধবার সকাল ৭টায় নিজ নিজ ক্ষেত্রে সর্বশ্রেণী মানুষের কল্যাণ কামনায় একশত আট বার বিষ্ণু নামও দুর্গা দুর্গতিনাশিনী এই নাম ছপ করবার জন্য অনুরোধ করছি।  সর্বে সুখিন ভবন্তু, সর্বে সন্তু নিরাময়াঃ!
আমরা সরকারের নির্দেশ অনুযায়ী প্রত্যেকেই যেন আমাদের দূরত্ব বজায় রেখে আমরা চলি। সবাইকে মেনে চলার জন্য অনুরোধ করি। আমরা সমাজের এই কল্যাণ সাধনে পুরোহিত পর্ষদ অংশগ্রহণ করেছে সবাই কাছে আবেদন করছি। পূর্বমেদিনীপুর পুরোহিত পর্ষদের পক্ষ  থেকে সম্পাদক রাধাকান্ত চক্রবর্তী। ভিডিও দেখতে ক্লিক করুন।



No comments