লকডাউনে ছত্তিশগড়ের রায়পুরে আটকে পড়েছেন স্বামী। পাঁশকুড়ার প্রতাপপুরের বারেঙ্গাতলার বধূ সর্মিনা বিবি পুলিসের সহযোগিতায় নার্সিংহোমে পৌঁছে মঙ্গলবার কন্যাসন্তান প্রসব করলেন। সদ্যোজাতের নাম রাখা হল করোনা খাতুন। এর আগে গত ১এপ্রিল সন্ত…
লকডাউনে ছত্তিশগড়ের রায়পুরে আটকে পড়েছেন স্বামী। পাঁশকুড়ার প্রতাপপুরের বারেঙ্গাতলার বধূ সর্মিনা বিবি পুলিসের সহযোগিতায় নার্সিংহোমে পৌঁছে মঙ্গলবার কন্যাসন্তান প্রসব করলেন। সদ্যোজাতের নাম রাখা হল করোনা খাতুন। এর আগে গত ১এপ্রিল সন্তানসম্ভবা ওই বধূ পেটের যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তখনও পাঁশকুড়া থানার পুলিস তাঁকে বাড়ি থেকে এনে মেচগ্রামের একটি প্যাথলজিক্যাল ল্যাবে ইউএসজি করিয়েছিল।

No comments