আগামী মে মাসের তৃতীয় সপ্তাহেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাঁথি ও এগরা পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।২০১৫ সালে ১৯মে তমলুক পুরসভায়,২০মে কাঁথি পুরসভায় এবং ২১মে এগরা পুরসভায় বোর্ড গঠন হয়েছিল।সেই হিসেবে আগামী ১৮মে তমলুক,১৯ম…
আগামী মে মাসের তৃতীয় সপ্তাহেই পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কাঁথি ও এগরা পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।২০১৫ সালে ১৯মে তমলুক পুরসভায়,২০মে কাঁথি পুরসভায় এবং ২১মে এগরা পুরসভায় বোর্ড গঠন হয়েছিল।সেই হিসেবে আগামী ১৮মে তমলুক,১৯মে কাঁথি এবং ২০মে এগরা পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।ফলে আগামী মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে পূর্ব মেদিনীপুর জেলার তিনটি পুরসভারও দায়িত্ব সামলাবেন মহকুমা শাসকরা।
No comments