করোনা-পরিস্থিতি ও লকডাউনের জেরে পূর্ব মেদিনীপুরে ভেনামি ও বাগদা চিংড়ি চাষ এবং ব্যবসায় বিপর্যয় নেমে এসেছে।পূর্ব মেদিনীপুর জেলার বহু মানুষ এই চিংড়ি চাষের উপর নির্ভরশীল।একে বিদেশে রপ্তানি বন্ধ রয়েছে।তার উপর ফার্মগুলিতে শ্রমিকরাও …
করোনা-পরিস্থিতি ও লকডাউনের জেরে পূর্ব মেদিনীপুরে ভেনামি ও বাগদা চিংড়ি চাষ এবং ব্যবসায় বিপর্যয় নেমে এসেছে।পূর্ব মেদিনীপুর জেলার বহু মানুষ এই চিংড়ি চাষের উপর নির্ভরশীল।একে বিদেশে রপ্তানি বন্ধ রয়েছে।তার উপর ফার্মগুলিতে শ্রমিকরাও কাজ করতে আসছেন না।ফলে,প্রায় ৭০শতাংশ ফার্মে চাষের কাজ বন্ধ। ৩০শতাংশ ফার্মে চাষিরা চাষ করছেন বটে, কিন্তু যথেষ্ট ঝুঁকি নিয়ে।তাছাড়া আগামী দিনে কী পরিস্থিতি হবে, তা সকলেরই অজানা।
No comments